আম খামু, জাম খামু
খামু মাল্টা পানিফল,
পেয়ারা বাঙ্গি আনারস খামু
বাড়ামু শইলে বল!
তাল খামু বেতফল খামু
খামু বুটিজাম কৎবেল,
ডালিম আতা বাদাম খামু
শইলে বাড়ামু তেল।
জলপাই খামু বেল খামু
খামু গোলাপজাম তেঁতুল,
আমড়া লেবু নাইরকেল খামু
করতাম নাতো ভুল!
আমরুজ খামু তরমুজ খামু
খামু পেঁপে কাঠবাদাম,
কলা লিচু কামরাঙা খামু
না থাউক কাজকাম!
আপেল খামু বেদানা খামু
খামু আঙুর কমলা,
গাব ডাব করমচা খামু
থাউক পয়সার ঝামেলা।
বড়ই খামু ডেউয়া খামু
খামু জাম্বুরা চিনাল,
পুতিজাম কাউফল কইতন খামু
নাইত আইজ-কাইল।
চালতা খামু শরিফা খামু
খামু সফেদা লটকন,
অরবড়ই আমলকী কাঁঠাল খামু
টাটকা খামু সর্বক্ষণ।
এতো গুলোন ফলের নাম আমারও জানা ছিলো না কবি। এই সুযোগে জানা হয়ে গেলো। অভিনন্দন এবং শুভেচ্ছা মি. নিতাই বাবু। ভালো থাকবেন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
নিজের বাগানের ফল খামু বাড়ামু শরীরের বল। কিনা ফলে ফরমালিন আছে খাইলে বেশী হবো ক্যানসার
সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
সর্বফলের গুণাগুণ কবি দা ভাল থাকবেন
সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।