ফল খামু বল বাড়ামু

28

আম খামু, জাম খামু
খামু মাল্টা পানিফল,
পেয়ারা বাঙ্গি আনারস খামু
বাড়ামু শইলে বল!

তাল খামু বেতফল খামু
খামু বুটিজাম কৎবেল,
ডালিম আতা বাদাম খামু
শইলে বাড়ামু তেল।

জলপাই খামু বেল খামু
খামু গোলাপজাম তেঁতুল,
আমড়া লেবু নাইরকেল খামু
করতাম নাতো ভুল!

আমরুজ খামু তরমুজ খামু
খামু পেঁপে কাঠবাদাম,
কলা লিচু কামরাঙা খামু
না থাউক কাজকাম!

আপেল খামু বেদানা খামু
খামু আঙুর কমলা,
গাব ডাব করমচা খামু
থাউক পয়সার ঝামেলা।

বড়ই খামু ডেউয়া খামু
খামু জাম্বুরা চিনাল,
পুতিজাম কাউফল কইতন খামু
নাইত আইজ-কাইল।

চালতা খামু শরিফা খামু
খামু সফেদা লটকন,
অরবড়ই আমলকী কাঁঠাল খামু
টাটকা খামু সর্বক্ষণ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “ফল খামু বল বাড়ামু

  1. এতো গুলোন ফলের নাম আমারও জানা ছিলো না কবি। এই সুযোগে জানা হয়ে গেলো। অভিনন্দন এবং শুভেচ্ছা মি. নিতাই বাবু। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। 

  2. নিজের বাগানের ফল খামু বাড়ামু শরীরের বল। কিনা ফলে ফরমালিন আছে খাইলে বেশী হবো ক্যানসার

    1. সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। 

  3. সর্বফলের গুণাগুণ কবি দা ভাল থাকবেন

    1. সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।