আমি মজুর আমি গরিব আমি চির দুখী,
সারাদিনে একবেলা খাই তাতেই আমি সুখী।
নাইবা থাকুক টাকা-পয়সা প্রচুর ধনসম্পত্তি,
দিবারাত্রি খেটে মরি তবুও নেই কোনও আপত্তি।
খাই-বা-না খাই তবুও আছি অনেক ভালো,
যদি থাকতে ধনসম্পত্তি ছড়িয়ে দিতাম আলো।
সেই আলোতে আলোকিত হতো লোকসমাজ,
কেউবা হতো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউবা মহারাজ।
সুখী জীবনে দুঃখ আমার নেই তো টাকা কড়ি!
থাকতো যদি বিলিয়ে দিতাম অর্থ কাড়ি-কাড়ি।
অর্থ নেই মোর মনটা আছে দেবার সামর্থ্য নাই,
নিজেরই নাই জমিজমা তবুও বিলিয়ে দিতে চাই।
অর্থ নেই মোর মনটা আছে দেবার সামর্থ্য নাই,
নিজেরই নাই জমিজমা তবুও বিলিয়ে দিতে চাই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
খুব সুন্দর প্রকাশ কবি দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কবি লিটন দাদা।
মনোমুগ্ধকর কথা মালা সৃষ্টি
অনুপ্রেরণা দানে চির কতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভালো থাকবেন সবসময়, দাদা।