তোমার জন্য হলুদ গোলাপ

292

ফুল বাসো না ভালো তুমি
কী নিরামিষ মানুষ
কাজ আকাশে ওড়াও শুধু
ব্যস্ততারই ফানুস।

ফুলও দাও না, কও না কানে
তোমায় ভালোবাসি
অনন্তকাল নিলে কেড়ে
আমার ঠোঁটের হাসি!

ঘুরতে যাও না আমায় নিয়ে
বন্দি রাখো ঘরে,
আমার জন্য রোজই সাজাও
বিষাদ থরে থরে।

কী জানি কী মনে তোমার,
জ্বালাও পুড়াও নিত্য
ফুল চেয়েছি চাইনি বন্ধু
গাড়ী বাড়ী বিত্ত।

আমার জন্য প্রেমের ডালা
সাজাও আশা করি,
আরও আশা আমায় নিয়ে
ভাসাও প্রেমের তরী।

আশায় আশায় যাচ্ছে এই দিন
লাগছে না আর ভালো
তোমার জন্য হলুদ গোলাপ
মন করে নাও আলো।

সুখ মুগ্ধতায় পাগল হয়ে
বলো ভালোবাসি,
ঠোঁটের কোণে দাও না এনে
ভুবন ডাঙার হাসি।

2 thoughts on “তোমার জন্য হলুদ গোলাপ

  1. সুখ মুগ্ধতায় পাগল হয়ে
    বলো ভালোবাসি,
    ঠোঁটের কোণে দাও না এনে
    ভুবন ডাঙার হাসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।