রাজনীতির মারপ্যাচ

জিলাপির আড়াই প্যাচ
রাজনীতির মারপ্যাচ,
কাটে ভোতা দা দিয়ে
কেটে যায় ঘ্যাঁচ ঘ্যাঁচ।

আকাশে ছোড়া তির
এসে লাগে নিজ গায়,
এই ধরে গলা চেপে
এই পড়ে রয় পায়।

শিক্ষা কি দরকার?
পয়সার কারবার,
লুটপাট যুদ্ধে
জোর যার ধন তার।

বিচার ব্যাবস্থা
টাকা ভরা বস্তা,
যদি থাকে তবে তুমি
রাখো তাতে আস্থা।

নিয়ম আজ কড়াকড়ি
মাদকের ছড়াছড়ি,
যে করে আমদানি
রও তার পায়ে পড়ি।

ধরে কলা কচু চোর
মেরে মেরে রাত ভোর,
নিজেই জানো না তুমি
আসলে কি দোষ ওর!

পড়েছো মারপ্যাঁচে
দিয়েছো নিজেকে বেঁচে,
ভেবে লোম খাড়া হয়
আগামীতে কি আছে!

14 thoughts on “রাজনীতির মারপ্যাচ

  1. "বিচার ব্যাবস্থা টাকা ভরা বস্তা,
    যদি থাকে তবে তুমি রাখো তাতে আস্থা।"

    ____ কোন সন্দেহ নাই। সমকালীন পদ্যের জন্য ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শিক্ষা কি দরকার?
    পয়সার কারবার,
    লুটপাট যুদ্ধে
    জোর যার ধন তার।————

    1. সত্য বলতে লাগে ভয়!

      ভেবে চিন্তে বলতে হয়!

      অনেক ধন্যবাদ।

    1. মাঝেমধ্যে পাবেন কথা দিচ্ছি।

      ভাল থাকুন।

  3. শিক্ষা কি দরকার?
    পয়সার কারবার,
    লুটপাট যুদ্ধে
    জোর যার ধন তার।

    * বেশ সরস রচনা। ভালো থাকুন কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।