জীবন মৃত্যু জীবন

(জীবন)
-এই যে থামুন, থামুন। কেনো দৌড়ান?
-টাকার পিছু
-টাকাই কি সব?
-পরিস্থিতি তো তাই বলে!

(মৃত্যু)
-এই যে থামুন, থামুন। কেনো দৌড়ান?
-মৃত্যুভয় আমাকে তাড়িয়ে বেড়ায়!
-দৌড়ে কি লাভ? বাঁচতে কি পারবেন?
-না, তবুও কেনো জানি দৌড়াচ্ছি একটি আশ্রয়ের জন্য।
-বাঁচার জন্য যদি পুরো পৃথিবীও দৌড়ান, ক্ষতি ছাড়া কিঞ্চিৎ পরিমাণও লাভ হবে না!!!!!
বরং যদি জাহান্নামের ভয়ে দৌড়াতেন, তবে অবশ্যই অবশ্যই লাভ হতো। আশ্রয় পেতেন।

(জীবন)

(জীবন মৃত্যু জীবন) এই তিন শব্দের শেষের শব্দ নিয়ে যদি ভাবতেন
যেমন রাতে ঘুমালেন, গভীর ঘুমে আচ্ছন্ন। মৃত্যু আপনাকে প্রতিরাতেই ডাকছে! ঘুম ভাঙলে হয়তো হবে সকাল, না হয় (পরকাল)
এই পরকাল নিয়ে যদি ভাবতেন….

মৃত্যু আমাকে আপনাকে তো কেড়ে নেবে’ই!
নেবে না বিশ্বের মানবতাবাদী কোনো জাতিসংঘ!

আসুন, পথ’টা বদলে দেই, যে পথ সহজ-সরল।
আসুন সহজের দিকে দৌড়াই। যে পথ সহজ ও চিরস্থায়ী শন্তিময়।

10 thoughts on “জীবন মৃত্যু জীবন

  1. মৃত্যু আমাদের সবাইকে কেড়ে নেবে। কেবল এবাদতই পারে সহজ চিরস্থায়ী শান্তিময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর বলেছেন প্রিয় ভাই। অশেষ ভালোবাসা জানবেন।

  2. আসুন, পথ’টা বদলে দেই, যে পথ সহজ-সরল।

    আসুন সহজের দিকে দৌড়াই। যে পথ সহজ ও চিরস্থায়ী শন্তিময়।

  3. মৃত্যু আমাকে আপনাকে তো কেড়ে নেবে’ই!
    নেবে না বিশ্বের মানবতাবাদী কোনো জাতিসংঘ!

    * সুন্দর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জীবন নিরর্থক নয় প্রিয় কবি। অশেষ ভালোবাসা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।