মাতলামি


সাদা পানি, সোডা জল
সাথে নাও এলকোহল,
প্যাক ভরা নিকোটিন
গেল মেধা গেল বল।

পেতে চাও সস্তায়?
ঠাঁই নাও বাংলায়,
বুঝবে পাকস্থলী
কিভাবে পঁচে যায়!

ওয়াইনের আড্ডায়
না গেলে মান যায়,
ষ্টমাক ক্যান্সার
শুধু শুধু কি হয়?

ইয়াবার কদরে
ঘুমাবে ওপারে,
হেরোইন খেয়ে দেহ
কংকাল আহা রে!

ইথিওপিয়ার পাতা
যায় কোকেনে ব্যাথা,
গাঁজা হল শাক ভাত
খেতে খেতে বুক ব্যাথা।

রোগী মরে কি ভাবে
ওষুধের অভাবে,
মাদকের দরকার?
হাত বাড়ালে পাবে।

পেট পুরে ভোদকা
খায় রোজ যে খোকা,
তার বাবা, মা ভাবে
কি করে এত টাকা?

যাক টাকা গেল দেহ
গেছে পুড়ে অন্তর,
নিরুপায় দেখে যাই
মাতলামি কারবার।

12 thoughts on “মাতলামি

  1. "ইয়াবার কদরে
    ঘুমাবে ওপারে,
    হেরোইন খেয়ে দেহ
    কংকাল আহা রে"!

    খুব দামি বিষয়বস্তু নিয়ে লিখেছেন। ভালো লেগেছে। 

    1. মাদক যে আমাদের যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তা অনুভব করার মানসিকতা সবার আছে। তার পরও আমরা এড়িয়ে যাবার চেষ্টা করি। দেশের ভবিষ্যৎ স্তম্ভে ঘুন ধরে যাচ্ছে ভেংগে পড়ছে এর প্রতিকার কি?

       

  2. ডিপ্রেশন দূর করতে ড্রাগস নেয়ার কোন অর্থ হয় না। নেশাকে না বলি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক ক্ষেত্রে ডিপ্রেশন নয় অনুকরন করে ড্রাগ নেয়। যেমন একজনকে সিগারেট খেতে দেখলে আরেকজনের খেতে ইচ্ছে করে। এমনকি মুভিতে সিগারেট টানতে দেখে ধূমপায়ীদের নেশা লেগে যায়।

  3. অনেক ক্ষেত্রে ডিপ্রেশন নয় অনুকরন করে ড্রাগ নেয়। যেমন একজনকে সিগারেট খেতে দেখলে আরেকজনের খেতে ইচ্ছে করে। এমনকি মুভিতে সিগারেট টানতে দেখে ধূমপায়ীদের নেশা লেগে যায়।

  4. সার্থক এই পদ্য সবার জন্য মেসেজ হয়ে থাক। সুস্থ্য সমাজ গড়ে উঠুক। ধন্যবাদ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমরা সবাই সুস্থ্য সুন্দর মাদক মুক্ত সমাজ কামনা করি। যাদের সামান্য ইঙ্গিতে এই সমাজ মাদক মুক্ত হতে পারে তারাই নীরব। বলা যায় সরিষার মধ্যে ভূত। ধন্যবাদ মুরুব্বি। ভাল থাকুন।

  5. গম ভুলানে কে লিয়ে অর কিছ কি জরুরত নেহি হ্যাঁয়। দুনিয়ামে সব মজবুর হ্যাঁয়।

    1. আহারে! গালি দিলেন নাকি কাতুকুতু দিলেন কিছুই বুঝলাম না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।