নিরঞ্জনের না বলা কথা – ২৫

মাধ্যমিক শেষেই আমাদের সুতো
ছেঁড়ার গল্পটা শুরু, কেউ মফস্বলে
কেউ শহরে এভাবে বিচ্ছিন্ন আমরা
কাটা পড়া ঘুড়ির মতোন।

ঈদ পূঁজোয় ক্ষনিকের হৈ হুল্লোড়
ছুটির শেষে অলিকপানে দৌড়,
এভাবে বয়ে চলা সময়ের মাঝেও
কেউ কেউ কারোতে মগ্ন বিভোর।

কিছু সুতো যায় ছিঁড়ে
আবার কেউ কেউ সেই সুতোয়
রং মেখে স্বপ্নের জাল বুনে।
তাই হয়তো কখনো নিরঞ্জনকে
আমরা আশাহত হতে দেখিনি,
বিপাশার তাচ্ছিল্য, বাঁকা হাসি
সবই মিশে যেতো নির্লিপ্ততায়
একাকী বুনে যাওয়া জালে

শীত শেষে
এক শিমুল রাঙা লালচে বিকেলে বললাম,
” জাল বুনতে শেখার আগে
জাল মারা শিখতে হয়,
তা কি জানিস নিরঞ্জন? ”

চোখ না তুলেই
শান্ত স্বরে শুধু বলল,
” আগে সাঁতার শিখে
কেউ কি জলে নামে রে অরুণ,
জলে নেমেই যে তবে
পরে সাঁতার শিখতে হয়……..

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

5 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২৫

  1. শেষ লাইনে বাজিমাত করে দিলেন।

     

    আগে সাঁতার শিখে
    কেউ কি জলে নামে রে অরুণ,
    জলে নেমেই যে তবে
    পরে সাঁতার শিখতে হয়

     

     

    দারুন!

  2. ধারাবাহিক এই সিরিজটি আমার কাছে বেশ লাগে। নিয়মিত পাঠক হয়ে আছি। ধন্যবাদ কবি। :)

  3. কবিতা সুন্দর হয়েছে মি. রোমেল আজিজ। আশা করবো ভালো আছেন। :)

  4. এক্সিলেন্ট রোমেল ভাই। আপনার স্থির কাব্যিক স্বভাব আমার ভালো লাগে। :)

  5. আগে সাঁতার শিখে
    কেউ কি জলে নামে রে অরুণ,   
    চমৎকার 

মন্তব্য প্রধান বন্ধ আছে।