হায়রে বৃষ্টি মধুর বৃষ্টি,
অন্তরে হয় দোলার সৃষ্টি।
পথ প্রান্তর জল মগ্ন,
কুঁড়ি ফোঁটায় ডাল শুকনো।
এই বৃষ্টির অঝর ধারা,
ঝর ঝর ঝর ছন্দ হারা।
আকাশ তোলে বিকট আওয়াজ,
ঝরছে বৃষ্টি কি সন্ধ্যা সাঝ।
অমরত্ব চায় কি পেতে?
ঝরছে এমন দিনে রাতে!
নগরবাসী গৃহবন্দী,
বৃষ্টি ধারার একি ফন্দি!
শূন্য প্রায় কর্মক্ষেত্র,
বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়,
ঘরে বসেই শুধু হায় হায়।
হায়রে বৃষ্টি পাষাণ বৃষ্টি
এবার একটু থাম,
অনেক আগেই ধুয়ে গেছে
দিন মজুরের ঘাম।
অধিক প্রীতি রুপ নিয়েছে
যেন অত্যাচার,
শূন্য গৃহে ভালবাসা
জমছে না তাই আর।
তাহলে তো হায়রে বৃষ্টি বলতেই হয়। শুভেচ্ছা কবি বাবু দা।
ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
সুন্দর পদ্য কবিতা কবি বাবু ভাই।
ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
"শূন্য প্রায় কর্মক্ষেত্র, বজ্রধ্বনি খোলে নেত্র।
শ্রমিক মজুর আজ অসহায়, ঘরে বসেই শুধু হায় হায়।"
বৃষ্টি হলে এই বিড়ম্বনার হাত থেকে মুক্তি নাই। শুভেচ্ছা্ আপনার জন্য মি. কবি।
ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
বাহ সুন্দর,কবিতা কবি,,,,,,,,,,,,হেমন্ত ভালোবাসা।
ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
দারুণ ছন্দে লিখেছেন; ঠিক বৃষ্টির মতোই। কোথাও পতন বা ঘাটতি নেই।
মুগ্ধ হয়ে পড়লাম।
ধন্যবাদ অশেষ।
কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।