রাষ্ট্র নায়ক


নয় রাষ্ট্রের অসঙ্গতি,
নেতা নেত্রীর অসম্মতি।
ডাক্তাররাই অনভিজ্ঞ,
ড্রাইভারে কি হবে বিজ্ঞ?

মৃত্যু কিনি চড়া দামে,
বিশৃঙ্খলা সেবার নামে!
আরাধনার নেতৃত্ব,
গুপ্ত পথে গড়ে বিত্ত!

অন্তরালে কুত্তা পালা,
রাষ্ট্র নিয়ে ধংস খেলা!
বজ্রকন্ঠের প্রতিধ্বনি,
বাজে প্রাণে নিত্য শুনি।

প্রতিনিধির চোরা স্বভাব,
স্বর্ণে মোড়া দেশের অভাব!
অদৃষ্টের নয় অনটন,
অসৎ অধিপতির ভোজন!

ধনতৃষ্ণার সংকীর্ণতা,
অপকৃষ্টের বিচ্ছিন্নতা!
নীতি নিষ্ঠায় সজ্ঞাবাচক,
তত্ত্ব করি রাষ্ট্র নায়ক!

4 thoughts on “রাষ্ট্র নায়ক

  1. সাধারণ আর তথাকথিত অসাধারণের মধ্যে ব্যবধান যতদিন না ঘুচবে ততদিন সামাজিক বৈষম্য থেকেই যাবে। ক্ষমতাকে যারা চিরস্থায়ী মনে করেন, তারা মূর্খ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. একদম সঠিক কথাটাই বললেন মিঃ মুরুব্বী।

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই আপনার প্রতি।

      ভাল থাকুন।

  2. ক্ষমতার বাণ স্থায়ী হয় না। অপশাসনের বদ্দোয়া বুমেরাং হয়ে ফিরে আসে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।