NF_1_ (40) - Copy

বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৩

পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো।
এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।

যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে।
যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই।
আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।

প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।

২১। দেশের নাম : Bulgariaবুলগেরিয়া

জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]
ইংরেজী নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

২২। দেশের নাম : Canadaকানাডা

কোন জাতীয় ফুল নেই।তবে Maple Leaf ওদের জাতীয় সেম্বল।

২৩। দেশের নাম : Cayman Islandsকেম্যান দ্বীপপুঞ্জ

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Wild Banana Orchid
বৈজ্ঞানিক নাম : Schomburgkia Thomsoniana

২৪। দেশের নাম : Chileচিলি

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Copihue, Chilean Bellflower
বৈজ্ঞানিক নাম : Lapageria Rosea

২৫। দেশের নাম : Chinaচীন

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Plum Blossom
বৈজ্ঞানিক নাম : Prunus Mei

২৬। দেশের নাম : Colombiaকলম্বিয়া

জাতীয় ফুলের নাম : ক্রিসমাস অর্কিড
ইংরেজী নাম : Christmas orchid, May flower
বৈজ্ঞানিক নাম : Cattleya Trianae

২৭। দেশের নাম : Costa Ricaকোস্টারিকা

জাতীয় ফুলের নাম : বেগুনি অর্কিড
ইংরেজী নাম : Purple Orchid
বৈজ্ঞানিক নাম : Guarianthe skinneri

২৮। দেশের নাম : Croatiaক্রোয়েশিয়া

জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Iris Croatica
বৈজ্ঞানিক নাম : Hrvatska Perunika

২৯। দেশের নাম : Cubaকিউবা

জাতীয় ফুলের নাম : দোলনচাঁপা
ইংরেজী নাম : Butterfly Ginger Lily, White ginger lily, Mariposa
বৈজ্ঞানিক নাম : Hedychium coronarium

৩০। দেশের নাম : Cyprusসাইপ্রাসদ্বীপ

জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]
ইংরেজী নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

ঘোষণা : প্রায় সবগুলি ফুলের ছবি নেট থেকে, বিশেষ করে উইকি থেকে সংগ্রহ করা হবে। কিছু ছবি আমার নিজের তোলা আছে।

8 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৩

  1. গোলাপ আসলেই সুন্দর। খুব সুন্দর ছবি এসেছে ছবি দা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. গোলাপের ছবি দুটি আমার তোলা, কাশ্মীরের চশমা শাহি মোঘল গার্ডেনে।

  2. জাতি হিসেবে আমরা আমাদের জাতি স্বত্ত্বার অহংকারের বিষয়গুলো মাথায় তুলে রাখি। পৃথিবীর কয়টা দেশ আছে আর কয়টা দেশের নাগরিক তাদের নিজস্বতা স্মরণ রাখেন আমি জানি না। শতাংশ হিসেবে মনে হয় তারা ২০% ও হবে না। ধন্যবাদ মরুভূমি ভাই। :)   

    1. কথা সত্য।
      আমরা আসলেই নিজেদের বিষয়গুলি খুব করে গর্ভকরার মত মনে করি।
      এবং সেটাই সত্যি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কানাডিয় মানচিত্রে Maple Leaf  লাল দেখতে পেলেও আপনার ছবিটি বেশী অনন্য। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দস্যু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আপনার লেখা এবং পোস্ট থেকে ফুল বিষয়ে অনেককিছু জানা হলো । আশা করি আরও অনেককিছুই জানতে পারবো । ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। 

    1. সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিতাইদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।