স্বর্গাপ্সরী


হঠাৎ প্রথম থমকে গেছি
কাউকে দেখার পর,
পরাণ যেন চমকে গিয়ে
ছাড়ল দেহের ঘর।

মৃদু হাওয়ায় উড়লো ও চুল
ফিরল আচল তুলে,
হতভম্ব দাঁড়িয়ে রইলাম
নাম ঠিকানা ভুলে।

স্বর্গ হতে অপ্সরী কি
আসলো ভবে নেমে?
ভাবতে ভাবতে শীতের দিনেও
যাচ্ছি ভিজে ঘেমে।

এক পলকের বেশী তাঁর ওই
চোখে রেখে চোখ,
দাঁড়িয়ে থাকবে সম্মুখপানে
কোথায় এমন লোক?

সন্দেহ হয় ভীষণ সে কি
মানুষ নাকি পরী?
বর্ণনাতীত সুন্দরী সে
স্বর্গের অপ্সরী।

8 thoughts on “স্বর্গাপ্সরী

  1. এক পলকের বেশী তাঁর ওই
    চোখে রেখে চোখ,
    দাঁড়িয়ে থাকবে সম্মুখপানে
    কোথায় এমন লোক?

    ====বাহ দারুন কবি,,,,,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ হয়েছে বাবু ভাই। আপনার কবিতার হাত যেন সব্যসাচী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মন্তব্যে সর্বদাই অনুপ্রাণিত হই চক্রবর্তী দা। 

      ভালো থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় মুরুব্বীকে।

      ভালো থাকুন সর্বক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।