NF_1_ (80)a

বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৭

পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো। এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।

যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে। যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।

প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।

৭১। দেশের নাম : Kazakhstan (কাজাকস্থান )

জাতীয় ফুলের নাম : লিলি
ইংরেজি নাম : Lily
বৈজ্ঞানিক নাম : Lilium
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭২। দেশের নাম : Kuwait (কুয়েত )

জাতীয় ফুলের নাম : Arfaj
ইংরেজি নাম :
বৈজ্ঞানিক নাম : Rhanterium epapposum
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৩। দেশের নাম : Kyrgyzstan (কিরগিজস্তান )

জাতীয় ফুলের নাম : টিউলিপ
ইংরেজি নাম : Tulip
বৈজ্ঞানিক নাম : Tulipa
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৪। দেশের নাম : Laos (লাওস )

জাতীয় ফুলের নাম : সুলতান চাঁপা, পুন্নাগ
ইংরেজি নাম : Beauty Leaf, Alexandrian laurel, Sultan Champa
বৈজ্ঞানিক নাম : Calophyllum Inophyllum
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৫। দেশের নাম : Latvia (লাতভিয়া )

জাতীয় ফুলের নাম : ডেইজি
ইংরেজি নাম : ox-eye daisy
বৈজ্ঞানিক নাম : Leucanthemum vulgare
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৬। দেশের নাম : Lebanon (লেবানন )

জাতীয় ফুলের নাম : কোন জাতীয় ফুল নেই

৭৭। দেশের নাম : Liberia (লাইবেরিয়া )

জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Pepper
বৈজ্ঞানিক নাম :
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৮। দেশের নাম : Libya (লিবিয়া )

জাতীয় ফুলের নাম : ডালিম ফুল
ইংরেজি নাম : Pomegranate blossom
বৈজ্ঞানিক নাম : Punica granatum
ছবি : নেট থেকে সংগ্রহীত

৭৯। দেশের নাম : Lithuania (লিথুয়ানিয়া )

জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Rue, Common rue, Herb-of-grace
বৈজ্ঞানিক নাম : Ruta graveolens
ছবি : নেট থেকে সংগ্রহীত

৮০। দেশের নাম : Luxembourg (লুক্সেমবুর্গ )

জাতীয় ফুলের নাম : গোলাপ
ইংরেজি নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।


ঘোষণা : প্রায় সবগুলি ফুলের ছবি নেট থেকে, বিশেষ করে উইকি থেকে সংগ্রহ করা হবে। কিছু ছবি আমার নিজের তোলা আছে।

8 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০৭

  1. গত পোস্টের চেয়ে আজকের পোস্টের ছবি অনেক বেশী পরিষ্কার প্রাণবন্ত।
    শেয়ারিং এর জন্য ধন্যবাদ মরুভূমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সম্মিলিত টিউলিপ এক কথায় অসাধারণ লাগে দেখতে। কত রং কত বাহার। আহা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. খাঁটি কথা বলেছেন মুরুব্বী ভাই।
      টিইলিপ দেখতে মোটামুটি সময় মতই পৌছেছিলাম কাশ্মীরে। তবুও দেখার সুযোগ হয়নি। শুধু টিউলিপ দেখতেই আবার যাওয়ার ইচ্ছে আছে ইশাআল্লাহ।

  3. বলার অপেক্ষা রাখে না আপনার ছবি গুলো গুগল সাম্রাজ্য থেকে অনেক সুন্দর ছবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এই পোস্টের শেষ ছবিটাই শুধু আমার তোলা, বাকিগুলি নেট থেকে নেয়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।