ছোবল


উজাড় করে ভালোবেসে অশ্রু চিরসাথী,
ঘাম ঝরিয়ে পর হাসিয়ে কাঁদা দিবস-রাতি।
হাসির প্রতিদানে পাওয়া কান্না উপহার,
অনিয়ম দুর্নীতির কাছে বন্দী এ সংসার।

আজ করেছো যার উপকার কাল সে ঠকাবেই,
মানুষ নামের মানুষ আছে কৃতজ্ঞতা নেই।
যার কারণে রাখো বাজি আপন প্রিয় প্রাণ,
তার আঘাতেই দেহ হতে প্রাণের অবসান।

প্রখর রোদে মাটি ফেঁটে আকাশ পানে চেয়ে,
স্বপ্ন দেখে প্রাণ জুড়াবে বৃষ্টি ভিজে নেয়ে।
ওই সুদূরের আকাশসীমা ছুঁয়ে জলরাশি,
প্লাবন এসে পাপ ধুয়ে দেয় পুণ্য ও যায় ভাসি।

চোখ ভিজে যায় ঠিক সে সময় অনুভূত সুখে,
কষ্ট যায়না মুছে ফেলা পাথর বাঁধা বুকে।
বিন্দুমাত্র হাসির জন্য কষ্ট আজীবন,
দুঃখ পেয়েও সুখে থাকার মিথ্যা প্রহসন।

পরিণামে কঠিন শাস্তি তবু করা পাপ,
সারাজীবন দুখের পাল্লায় সুখের পরিমাপ।
মানুষ শ্রেষ্ঠ মানুষ মহৎ মানুষ অতি সরল,
সুযোগ বুঝে সেই মানুষকে মানুষ মারে ছোবল।

8 thoughts on “ছোবল

  1. 'আজ করেছো যার উপকার কাল সে ঠকাবেই,
    মানুষ নামের মানুষ আছে কৃতজ্ঞতা নেই।'

    সর্বৈব সত্য উচ্চারণ মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসংখ্য ধন্যবাদ জানবেন।
      ভালো থাকবেন।

  2. মানুষকে সত্যিকারের মানুষ হতে হবে। শুভেচ্ছা কবি বাবু ভাই।

    1. অসংখ্য ধন্যবাদ জানবেন।
      ভালো থাকবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অসংখ্য ধন্যবাদ জানবেন।
      ভালো থাকবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  3. আমরা সত্যিকারের মানুষ হবো কবে? নির্ধারণ করা সময় থেকে তো দিনদিন সময় কমেই যাচ্ছে! তবু এখনো সত্যিকার মানুষ হতে পারিনি। বেহুশের মধ্যেই আছি। 

    লেখককে ধন্যবাদ। 

    1. অসংখ্য ধন্যবাদ জানবেন।
      ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।