আয় ফিরে আয়

যাসনে চলে আয় ফিরে আয়
আমার ভাঙা ঘরে,
মন ছাড়া আর নেইতো কিছু
বল কি দেবো তোরে?

সোনা দানা গয়না গাঁটি
কিছুই আমার নেই,
বাগান জুড়ে অসংখ্য ফুল
বল কি তোরে দেই।

আকাশ ছোঁয়া পাহাড় বেয়ে
যখন নামে ঢল,
স্মৃতির দ্বারে কড়া নাড়ে
দুঃখের কোলাহল!

একলা চলার পথে তোরে
সাথী করে পেলে,
দিব্যি জীবন অনায়াসে
ভরবে ফুলে ফলে।

একলা ফেলে এমন দিনে
যাসনে ফিরে আয়,
হাসনাহেনা টগর গোলাপ
বুলিয়ে দেবো গায়।

8 thoughts on “আয় ফিরে আয়

  1. সুন্দর মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় মুরুব্বী। ভালো থাকবেন সবসময়।

    1. আন্তরিক শুভেচ্ছা জানবেন।

      ভালো থাকবেন।

  2. বাহ্ চমৎকার রচনা শৈলী। সাবলীল ভাষায় প্রকাশ। খুব ভাল লাগল কবি নূর ইমাম শেখ বাবু। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন।

      ভালো থাকবেন।

    1. ধন্যবাদ চক্রবর্তী দা।

      ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।