চাঁচড়
প্রোমোটারি দৌরাত্ম্যে
দখিনাদুয়ার ঝেঁপে সোকপিট স্থানসংকোচ
অথচ, অব্যয়ী সর্বনাশ
মাতমে মেতেছে চৈত্রে পলাশের শিমুলের বেশে
ধুন্ধুমার জ্বালা বুকে
গনগনিয়ে পুড়তে থাকি প্রতিদিন প্রতিটা প্রহর—-
অগত্যার উসকাঠিতে হা- বসন্তের দিনে- উপদিনে
অব্যর্থে আগুন দিই বর্ণচোরা সংস্কারের
আগল- বেড়াতে…
________________________
( বন- বনেদ- বনসাই কাব্যগ্রন্থ থেকে)
অনেকদিন পর শব্দনীড়ের কথা মনে পড়লো দিদি ভাই !! আপনার আরও লেখা পড়বো বলে ভেবে রেখেছিলাম। কেমন আছেন?
খুব ঝামেলায় ছিলাম ।কবিতাপড়ার জন্য ধন্যবা।
সংক্ষিপ্তে গম্ভীর কবিতা পড়লাম। স্বাগতম কবিবন্ধু।
অনেক শুভকামনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
বন- বনেদ- বনসাই কাব্যগ্রন্থের আরও কিছু পড়তে চাই কবি। শুভেচ্ছা আপনার জন্য।
খুব ঝামেলায় ছিলাম ।কবিতাপড়ার জন্য ধন্যবাদ।
সুন্দর।
ধন্যবাদ ।