এসেছে এমন দিন

গায়ে ঢেলে কেরোসিন এসেছে জ্বালানো দিন
শুনি নারী শিশুদের চিৎকার,
অন্যের গুণ গাই চরিত্র ঠিক নাই
সমাজকে দিয়ে যাই ধিক্কার!

শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সম্মানে
গুরুজনে কলঙ্ক লেপে দেয়,
মাদকের যাতনায় এমনও তো দেখা যায়
বাবার কাছেও নিরাপদ নয়!

প্রতিবন্ধী যদি হয় গর্ভবতী
কেউ নেয় না তাঁর দায় ভার,
সমাজের উচু তলা বলছে ফাটিয়ে গলা
এ কেমন ছোটলোকি কারবার?

এসেছে এমন দিন মরে যাই প্রতিদিন
গাড়ী চাপা পড়ে ওই রাস্তায়,
তখনো ঐ উচু তলা বিশ হাজারে শেষ খেলা
তুমি আমি মরলে কি এসে যায়?

এসেছে এমন দিন ছিল না যা কোন দিন
বিদ্যা বুদ্ধিও হয় বিক্রি,
চৌদ্দ গুষ্ঠি বেঁচে উলঙ্গ হয়ে নেচে
মিলছে না সরকারী চাকরী।

8 thoughts on “এসেছে এমন দিন

  1. কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ঠিক তাই। তুমি আমি মরলে কি এসে যায় ? কিচ্ছু না কবি বাবু ভাই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।