মেঘলা আকাশ, বৃষ্টিহীন বাতাস, জোছনাভরা রাত, আরো কত কি?
অসীম জ্ঞান জবর কেটে উল্লাস কর, অত:পর ঘুমাও
মুচকি হেসে হেরে যাও, জয়ী হয়ে গর্ব করো
এটা ওটা মিলিয়ে ধার্মিক হও
৪২৮১ মাইল হেটে দীক্ষা নাও!
মাথায় হাত বুলিয়ে তায়াম্মুম কর
বার্নিশ করা ঘড়ির চাবি খুজো
হকের সাথে বকবক করে নিজেকে নিরীক্ষা করে নাও
পাঞ্জেরী হও, মাদল বাজাও!
সবাই জয়ী হওয়ার যুদ্ধে সেনাপতি হও!
দিয়ে ফকির হওয়ার চেষ্টা কর
মৃত্যুকে উপভোগ করতে বই পড়
লেজ বাকা ও নখ বড় হওয়াকে অন্যায় ভাবো
ক্ষমতাকে মেঘ বানিয়ে বর্ষন কর
কড়া স্বাদের চা’য়ে চুমুক দাও
সবকিছু বাদ দিয়ে, ভালোবাসো!
.
ওমর আবাবিল
৯ই মার্চ ২০১৭
6 thoughts on “সবকিছু বাদ দাও”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সু-স্বাগতম শব্দনীড় ব্লগে।
আপনার পোষ্টকৃত প্রথম পোষ্টটি ভাল লেগেছে।
শুভ কামনা আপনার জন্য।
আপনার লেখাতে ফকির-ই প্রথম মন্তব্য করেছেন … ফকির ।
শেষের আবাহন সুন্দর হয়েছে।
শব্দনীড় এ আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন।
সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ধন্যবাদ মি. ওমর আবাবিল।
অসীম জ্ঞান জবর কেটে উল্লাস কর, অত:পর ঘুমাও
মুচকি হেসে হেরে যাও, জয়ী হয়ে গর্ব করো
এটা ওটা মিলিয়ে ধার্মিক হও
৪২৮১ মাইল হেটে দীক্ষা নাও!
আাপসুস আমি মনে হয় কোন দিন র্ধামিক হতে পারবো না।
শুভ কামনা থাকলো।
এটা ওটা মিলিয়ে দেখুন না!