আসলে কি চিনি

আসলে কি চিনি

সবাই চিনি তারে, আসলে কি চিনি ? 
দাবদাহে বা যখন ঐ সে রিমিঝিমি; 
কি কষ্ট ঘাম, তবু আশায় বুক বাঁধে 
অতীব বরিষণে আবার হৃদয় কাঁদে; 
শিশির কণায় ছেয়ে আকাশ বাতাস 
কারো উল্লাস, তাদের তবে হাহুতাশ। 

সারা জীবন চলাফেরা ফকির বেশে 
গায়ে অনিবার ধূলি কাদা তবু হাসে; 
লাঙ্গল কাঁধে প্রত্যহ সোনালি প্রাতে 
মশগুল কত না হাড়ভাঙ্গা খাটুনিতে; 
ফলায় সোনার ফসল, বারোটি মাস 
পায় না এক মুঠো ভাত রয় উপবাস। 

যারা বিলাসে রয় না এ মাটির পাশে 
দুঃখ দৈন্য কি নির্মম, বুঝবে কিসে ? 
কুঁড়ে কুঁড়ে খায়, প্লাবন, বৈশাখী ঝড় 
করে তছনছ, ছারখার তার কুঁড়েঘর; 
রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ঐ সেবক 
সেতো এ দেশের দরিদ্র মহান কূষক।

11 thoughts on “আসলে কি চিনি

  1. ‘ফলায় সোনার ফসল, বারোটি মাস
    পায় না এক মুঠো ভাত রয় উপবাস।

    যারা বিলাসে রয় না এ মাটির পাশে
    দুঃখ দৈন্য কি নির্মম, বুঝবে কিসে ?’

    ___ প্রতীকী ছবি এবং লিখার মাঝের এই অংশটুকু অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা শ্রদ্ধেয় মুরুব্বী।

  2. যারা বিলাসে রয় না এ মাটির পাশে
    যারা বিলাসে রয় না এ মাটির পাশে
    দুঃখ দৈন্য কি নির্মম, বুঝবে কিসে ?
    কুঁড়ে কুঁড়ে খায়, প্লাবন, বৈশাখী ঝড়
    করে তছনছ, ছারখার তার কুঁড়েঘর;
    রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ঐ সেবক
    সেতো এ দেশের দরিদ্র মহান কূষক।

    আমার দৃষ্টিতে আপনার লেখাগুলি ক্লাসিক ধাচের। আপনার লেখা কবিতা ব্লগটাকে সমৃদ্ধ করবে।

    আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

    1. তবে এই লেখার শিরোনামটি সঠিক হয়নি বলে আমি মনে করি।

      1. অসংখ্য ধন্যবাদ ভাই ফকির আবদুল মালেক। শিরোনামটি কি হলে ভালো হয়, আপনার পরামর্শ অনুযায়ী পরিবর্তন করতে আগ্রহী। কৃতজ্ঞ থাকবো।

    2. অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা ভাই ফকির আবদুল মালেক।

  3. আসলে কি চিনি নামের পর “?” কোন দরকার নাই
    অনেক সুন্দর করে লিখেছেন
    শুভ কামনা খাকলো।

    1. অনেক ধন্যবাদ ও শুভ কামনা ভাই খেয়ালী মন। “?” সরিয়ে ফেলার যে পরামর্শ দিয়েছেন এজন্যে কৃতজ্ঞ হয়ে রইলাম এবং সরিয়ে দিয়েছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।