আত্ম বিশ্লেষন – ০১

নিস্তব্ধ রাতের, গভীর চুম্বনে,
নিদ্রাহীন অসহ্য শয্যায় –
আমারে প্রশ্ন করিল ‘আমি;
আমারই অস্তিত্ব নিয়ে !
ভগ্ন করিল অন্তর মম,
শুধু এক নিষ্ঠুর প্রশ্নে –
কে আমি ? “আমি কে ! ”
– ( আত্ম বিশ্লেষন)

11 thoughts on “আত্ম বিশ্লেষন – ০১

  1. * পলাশ, অভিনন্দন…
    আপনাদের আগমনে আমাদের সবার প্রিয় ক্যানভাস আবার প্রাণ ফিরে পাক…
    শুভরাত্রি।

    1. * ত্রুটি মার্জনীয়, পলাশ ভাই লিখতে গিয়ে ভাই শব্দটি কোথায় যেন উদাও হয়ে গেল!!!

    2. ধন্যবাদ প্রিয়। সতত শুভ কামনা আপনার জন্য।

  2. কে আমি? “আমি কে!”

    এর উত্তর হয়ত আপনি ছাড়া আর কেউ জানে না।

    1. জানার চেষ্টা করছি।

  3. ভাইজান,,,,,,,নিজেকে জানা,,,,,,,মহা কঠিন কাজ!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আমারই অস্তিত্ব নিয়ে আমি।
    অনেকদিন পর আপনার ছবি দেখে ভালো লাগলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অগোছালো জীবনে সময় বড়ই অভাব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।