ট্যাগ আর্কাইভঃ আরব সাগর তীরে

আত্ম বিশ্লেষন – ০১

নিস্তব্ধ রাতের, গভীর চুম্বনে,
নিদ্রাহীন অসহ্য শয্যায় –
আমারে প্রশ্ন করিল ‘আমি;
আমারই অস্তিত্ব নিয়ে !
ভগ্ন করিল অন্তর মম,
শুধু এক নিষ্ঠুর প্রশ্নে –
কে আমি ? “আমি কে ! ”
– ( আত্ম বিশ্লেষন)