যখন নিঝুম রাতে ………
**********
গভীর রাত ! এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন প্রকৃতি। শান্ত, সুনসান হয়ে আছে ব্যস্ত সমস্ত লোকালয়ের অন্য প্রতিচ্ছবি। নিদ্রা দেবীর কোলে আশ্রয় নিয়েছে সারাদিনের ছুটে চলা কর্মব্যস্ত মানুষগুলো।কেমন এক নেশার ঘোরে অন্য পৃথিবীতে চলে গিয়েছে নিশাচরেরা। এই সময়টাতেই নিজেদের নতুন করে আবিষ্কারের প্রচেষ্টায় মত্ত হয় তারা !ঝি ঝি পোকার ডাকে ঝিমঝিম অনুভূতি……… অতন্দ্রিলার সঙ্গ কামনায় উন্মুখ কতিপয় রাত জাগা পাখি ……
– ( আত্ম বিশ্লেষন )
8 thoughts on “আত্ম বিশ্লেষন – ০২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ঝি ঝি পোকার ডাকে ঝিমঝিম অনুভূতি………
অতন্দ্রিলার সঙ্গ কামনায় উন্মুখ কতিপয় রাত জাগা পাখি ……
আলোচ্য পংক্তিটি মনের মধ্যে কেমন যেন অনুভুতি এনে দেয়।
দূরন্ত নীলিমাসহ বৃক্ষলতাগুল্ম-ফসলের অবাধ দিগন্ত রেখায়
পৌঁছুতে পারবে না জেনেও ততটুকু পর্যন্ত প্রসারিত ইচ্ছের কাছে
হারতে চায় না কেউ।
ধন্যবাদ প্রিয় সুন্দর মন্তব্যের জন্য।
* অনেক শুভ কামনা পলাশ ভাই…
আপনার জন্যও অনন্ত শুভ কামনা।
আত্ম বিশ্লেষণ … বিষয়টিই কঠিন বটে।
চলুক।
তবে জীবনের উপলব্ধিকে বিভিন্ন অনুভবে যদি ধারাবাহিক ভাবে প্রকাশ করা যায় আমার মতে উপস্থাপনাটি এককথায় অসাধারণ হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় মানুষ।
অপরিচয়ের দূরত্ব খুঁজে ফেরার গাঢ়তা স্পর্শ করার ব্যর্থ প্রচেষ্টা গুরু।
কেমন আছেন ? আমি কিছুটা অগোছালো তাই নিয়মিত হতে পারছি না।
দোয়া করবেন।
আপনার জন্য রইল নিরন্তর শুভ কামনা।
অসাধারণ লাগছে ধারাবাহিক আত্মবিশ্লেষন
এই অসীম ধারাবাহিকের অসংখ্য পর্ব চাই বিশ্লেষক !
ধন্যবাদ ভাই। চেষ্টা করব চালিয়ে যেতে।