শুভ জন্মদিন প্রিয় আজাদ কাশ্মীর জামান

আজ আমাদের প্রিয় মুরুব্বীর জন্মদিন। শব্দনীড় একটি পরিবার আর এ পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে মুরুব্বীর জন্য রইল অফুরান শুভকামনা।

14 thoughts on “শুভ জন্মদিন প্রিয় আজাদ কাশ্মীর জামান

  1. শব্দনীড় ব্লকের সকলের সুপ্রিয় আজাদ কাশ্মীর জামান (মুরব্বী’র) জন্মদিন আজ। জানি মুক্তচিন্তার উঠোন শব্দনীড়ে নিয়মিত পদচারন যারা করেন তারা সবাই মুরব্বীকে নিজের বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন। আমিও তার ব্যতিক্রম নই। অামিও মুক্তচিন্তার উঠোনে ভাইকে সবসময় একজন অভিভাবক মনে করি। শুধু মুক্তচিন্তা নয়, ব্যাক্তিগত জীবনেও। জানি ভাই আমাদের পাশেই আছেন। এভাবেই থাকবেন সারাজীবন।

    ভাইয়ের উদ্দ্যেশ্যে,,,,,,

    “শুভ জন্মদিন ভা্ই।
    বিনম্র শ্রদ্ধা আর অফুরন্ত ভালবাসা ছাড়া দেবার মতো কিছুই নেই ভাই আজকের এই দিনে অফুরন্ত ভালবাসা জানবেন। পাশে থাকবেন একজন বড় ভাই ও অভিভাবকের মতো ভালবাসি আপনাকে অনেক। আমাদের সাহস জুগিয়ে সঠিক পথে পরিচালনা করার মতো শক্তি ও আস্থা মহান আল্লাহতায়ালা আপনাকে দান করুক এই প্রার্থনাই করি সবসময়। আপনার পাশেই আছি

    জন্মদিনের কেক কেমন লাগলো জানাবেন মুরুব্বি

    ্আজকের দিনের প্রতিটা প্রহর, প্রতিটা রাত্তির শুভ হোক …..

    শুভ হয়ে উঠুক শুভ জন্মদিন!

    শিমূল তুলার শুভ্রতা ছেয়ে যাক তনু মন ।

    ভালো থাকাটাই কাম্য!

    1. জন্মদিনের কেক অসাধারণ হয়েছে। :)
      সুন্দর কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ এবং সবিশেষ কৃতজ্ঞতা প্রিয় পলাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা জানবেন মি. অমিত রায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শুভ জন্মদিন মুরুব্বী ! আপনার ধারনকৃত স্থির চিত্রের মতোই সুন্দর ও স্হির সুখে সমৃদ্ধ হোক আপনার জীবন মুরুব্বীনি কে নিয়ে ! দীর্ঘায়ূ লাভ করুন আমাদের সকলের ভালোবাসায় !!!

    1. অসংখ্য ধন্যবাদ মি. আনিসুর রহমান। :)

    1. আপনার জন্যও শুভকামনা মি. চিশতী। ধন্যবাদ। :)

  3. * শুভ হোক জন্মদিন এবং আগামী পথ চলা…

    1. দোয়াপ্রার্থী স্যার। জীবনের অনেক কিছুই স্মৃতি হয়ে রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. উদ্যোগ। হোক তা সর্বজনীন কল্যাণমুখী অথবা সৌজন্যতা।

    মি. একজন নিশাদ। ব্লগ অন্তপ্রাণ। একজন প্রিয় মানুষ। শব্দনীড় বান্ধব।
    শব্দনীড় এ সৌজন্যতা বোধের প্রকাশ একদা ছিলো। ভুলেই গিয়েছিলাম।
    আপনার এই পোস্ট আমাকে আবার মনে করিয়ে দিলো … এখনও ফুরোয়নি সব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. শুভ হোক জন্মদিন বন্ধু!!!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif এ জীবন যেন নাহি ফুরায়,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।