অাছি
সুখে
দূঃখে
বুকে,
হারাবো না
গগনে
পবনে
মরণে।
দূরে গেলে
মানে
অভিমানে
অগ্রহায়ণে,
জেনে নিও
অাসছে শীতে
কোনো এক প্রাতে
ফিরবোই তোমাতে।
2 thoughts on “তোমাতে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অাছি
সুখে
দূঃখে
বুকে,
হারাবো না
গগনে
পবনে
মরণে।
দূরে গেলে
মানে
অভিমানে
অগ্রহায়ণে,
জেনে নিও
অাসছে শীতে
কোনো এক প্রাতে
ফিরবোই তোমাতে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজে লিখুন এবং …
… ব্লগিং হোক আনন্দের। 
মন্তব্য এবং প্রতিমন্তব্যে জমে উঠুক ব্লগিং ! অভিনন্দন সুন্দর কবিতার জন্য কবি !