আমার যায়গা আমার জমি
আমার ঘরবাড়ি,
আমার আমার করতে করতে
দিবো একদিন পাড়ি।
আমার ছেলে আমার মেয়ে
আমার মা বাবা,
আমার আমার করতে করতে
মুছবে সুখ সভা।
আমার ভাই আমার বোন
আমার আত্মীয়স্বজন,
আমার আমার করতে করতে
যাবে এ জীবন।
অমার অহংকার আমার হিংসা
আমার লোভ লালসা,
আমার আমার করতে করতে
নিস্তেজ হবে আশা।
আমার টাকা আমার অট্টালিকা
আমার জনতা,
আমার আমার করতে করতে,
রবেনা কোন ক্ষমতা।
আমার জীবন আমার মরণ
সবই তো আল্লার,
কেনো তবে করো তোমরা
আমার আমার?
আমার বলতে নেই তো কিছুই
সবকিছুর মালিক তিনি,
এ শারা বিশ্ব জাহান তাহার
প্রজ্ঞাময় যিনি।
সকল কিছুর মালিক পরম করুণাময় আল্লাহতাআলা। তিনি ছাড়া আমাদের কেহ নাই।
সহমত।
শুভেচ্ছা নিবেন।
আপনার জন্যও শুভকামনা রইলো কবি।