মুখোশ

কোথাও কোনো মানুষ নেই
কোথাও দেখি না কোনো মানুষ
শুধু দু’পাঅলা জন্তু দেখি
মানুষ দেখি না, দেখি মুখোশ।
.
ছেলেবেলায় মেলা থেকে অামরা কিনতাম মুখোশ —
বাঘের মুখোশ সিংহের মুখোশ
নানা রকম জন্তুর মুখোশ,
অামি খুঁজে ছিলাম মানুষের মুখোশ, পায়নি।
মানুষের মুখোশ পাওয়া যায় না–
মানুষ হয়ে ওঠে মুখোশ-মানুষ।
.
এই যে তুমি অামি অামরা দু’জন
এই যে অামি তুমি দুটি মুখোশ
মানুষ কোথায়?
কেন যে তবু খুঁজে ফিরি একটি মানুষ!
.

প্রবাল মালো সম্পর্কে

ক্রমশ অবচেতনে বেড়ে যায় জয় আর পরাজয়ের বোঝা, ক্লান্ত আমি- নিজেকে লুকোই বালকের প্রথম প্রেমের চিহ্নের মতো। কোনো অর্জন নেই আমার- কেবলই অবক্ষয়-ধ্বংস-মৃত্যু, জয়ের আনন্দে বিহ্বলতা নেই- আছে গোপন কান্না, প্রতিটি প্রাপ্তির পেছনে উপলব্ধি ঘৃণার-সংশয় বোধের, প্রকৃতির নীরবতা-নম্রতার পেছনে হিংস্রতার প্রেতছায়া, মৃত্তিকার অগভীরে শেকড়ের ভয়ংকর নগ্নতার ছাপ, নদীর ঢেউয়ের গোপনীয়তা থেকে দোয়েলের সুমিষ্ট শিসের ঘ্রাণ, ঘাসের বেড়ে ওঠা নীরবে- কিছুই তো অজানা নয় মানুষগুলোর, তবু কেন এই অশনি সংকেত! ঝিঁঝিঁ পোকার ডাকে স্বীকারোক্তি দেবে কে? তোমার স্মৃতিগুলোতো ক্রমে অস্পষ্ট, তবুও তোমার দেহের ভঙ্গিমা সবচেয়ে সুখকর- সরল জীবনের মতো, সে-জীবন খোঁজে কবি, কবিতা, প্রেমিক, ঘাস, হৃদয়; তবু কেন মানুষ নয়!

2 thoughts on “মুখোশ

  1. কোথাও কি মানুষ আছে !!! মনে হয় না।
    মুখোশের আড়ালে সত্য মানুষের আদল ঢেকে গেছে।

  2. কোথাও কোনো মানুষ নেই
    কোথাও দেখি না কোনো মানুষ
    শুধু দু’পাঅলা জন্তু দেখি
    মানুষ দেখি না, দেখি মুখোশ।
    //ভীষণ ভয়ংকর এ সত্য ! “মানুষ কোথায়?” ভীষণ ভয়ংকর এ প্রশ্ন ! শুভকামনা কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।