শ্রাবণ সন্ধ্যার কবিতা

শ্রাবণ সন্ধ্যার কবিতা
—————————
শ্রাবণ সন্ধ্যা নিয়ে অনেক কবিতা প্রসূত হয়েছে
আনকোরা কিছু একটা এক প্রকার আকাশ-কুসুম
তবুও ঝুঁটের স্তুপে না হয় আরও কিছু ঝুট দানা বাঁধুক!

মস্ত সমস্ত আকাশের কোথাও একরত্তি মেঘ নেই
নেইআঁকড়া সমাজ, ভালোবাসলেই ভালোবাসা
ফুরিয়ে যায় না, বরফ জমাট বাঁধতে বাঁধতে পাহাড় হয়;
তখন দেনাদার-পাওনাদার এরা কেউ ঠকে না!

কবিতার নামে আজকাল আমিও অনেক ভালোবাসা
জাগ দিই, দাঁতের এনামেল ফুরিয়ে যাওয়ার আগে
দাঁতের কথা ভাবি না; তবুও কিছু যতিচিহ্ন ওরা কিছু
মানে না…মানতে চায় না, খাঁটি জিনিষের মতো খাঁটি
ভালোবাসাও আজকাল কেউ চিনে না, চিনতে চায় না!

কিছু কিছু স্মৃতি বেঁচে আছে দেখে মনে মনে লজ্জা পাই
আর কিছু কিছু বিস্মৃতি বড়ো অসময়ে খুঁজে বেড়াই
ওরাও যদি ঘরের দেয়ালে টানানো জলপাই রঙ পুঞ্জিকা
হতো….
ক্ষমতার পালাবদলের মতো বদলে যেতো বদলগাছি!

তবেই না হয় আমার উপমাবিহীন শ্রাবণ সন্ধ্যার কবিতাটি
লেখা হতো…….!!

4 thoughts on “শ্রাবণ সন্ধ্যার কবিতা

  1. কবি এবং কবিতার জন্য শুভেচ্ছা রাখি। অনেক সুন্দর লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. তবেই না হয় আমার উপমাবিহীন শ্রাবণ সন্ধ্যার কবিতাটি
    লেখা হতো…….!!
    // তবুও তো লেখা হল শ্রাবণ সন্ধ্যার কবিতা । সুভেচ্ছা কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।