উচ্চাভিলাষী

যদিও বৃষ্টির পূর্বমুহূর্তে মেঘের গর্জনে
অসামান্য উচ্চাভিলাষী মানুষেরা,
সন্ধের অবকাশ যাপনের অগোচরে
পাগলের প্রলাপ ও কবিতার পঙ্‌ক্তির
পার্থক্য নির্ণয় অযোগ্য।

আমি জানি, ফসলের কতভাগ
কৃষকের গোলায়, কতটা শোষকের ঘরে,
শ্রমিকের রক্তশূন্য দেহে লোভাতুর
দৃষ্টিতে তাকিয়ে আছে এখনও কোন্‌ প্রভু,
রাজপথ প্রিয় স্বপ্নগুলোকে
ফুটপাথের অন্ধগলিতে বিক্রি করে কারা,
কারা পুরুষের বেশে প্রতিরাতে
বালিকার দেহে ভিড় জমায়।

তুমি জানো না, বন্ধু, তোমার অলক্ষ্যে
ফসলের শরীরের জল চুষে নেয় কারা,
তবু কী আমরা মেঘের গর্জনেই উচ্চাভিলাষী
থেকে যাবো অসামান্য!

প্রবাল মালো সম্পর্কে

ক্রমশ অবচেতনে বেড়ে যায় জয় আর পরাজয়ের বোঝা, ক্লান্ত আমি- নিজেকে লুকোই বালকের প্রথম প্রেমের চিহ্নের মতো। কোনো অর্জন নেই আমার- কেবলই অবক্ষয়-ধ্বংস-মৃত্যু, জয়ের আনন্দে বিহ্বলতা নেই- আছে গোপন কান্না, প্রতিটি প্রাপ্তির পেছনে উপলব্ধি ঘৃণার-সংশয় বোধের, প্রকৃতির নীরবতা-নম্রতার পেছনে হিংস্রতার প্রেতছায়া, মৃত্তিকার অগভীরে শেকড়ের ভয়ংকর নগ্নতার ছাপ, নদীর ঢেউয়ের গোপনীয়তা থেকে দোয়েলের সুমিষ্ট শিসের ঘ্রাণ, ঘাসের বেড়ে ওঠা নীরবে- কিছুই তো অজানা নয় মানুষগুলোর, তবু কেন এই অশনি সংকেত! ঝিঁঝিঁ পোকার ডাকে স্বীকারোক্তি দেবে কে? তোমার স্মৃতিগুলোতো ক্রমে অস্পষ্ট, তবুও তোমার দেহের ভঙ্গিমা সবচেয়ে সুখকর- সরল জীবনের মতো, সে-জীবন খোঁজে কবি, কবিতা, প্রেমিক, ঘাস, হৃদয়; তবু কেন মানুষ নয়!

6 thoughts on “উচ্চাভিলাষী

  1. দিনকে দিন অাপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি কবি।

  2. আপনার লিখা পড়লে প্রথমে যেটা মনে আসে সেটা হচ্ছে শব্দের পারফেক্ট ইউজ।
    যেথায় যেটা প্রয়োজন অনুভব প্রকাশে যথার্থ শব্দটিই সামনে চলে আসে।

    অভিনন্দন মি. প্রবাল মালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কবিতাটি পড়ে আমার ইচ্ছে হল পাঁচতারক দিই। এবং আমি আমার ইচ্ছে পূরণ করে পাঁচ তারকাই দিলাম।

    1. অশেষ ধন্যবাদ ও শুভকামনা অাপনার জন্য….

মন্তব্য প্রধান বন্ধ আছে।