জলসিঁড়ির গান

জলসিঁড়ির গান

বল দেখি- কি বলবো অহংকার
না নিয়মতান্ত্রিকের কষাঘাতে অপিরিচিত?
কিংবা ফুরিয়ে গেছে প্রয়োজন!
তবুও মলিন ভাষা টগবগ করে দৃষ্টি
প্রতিটি বর্ণমালার আয়োজন;

কখন জানি বলে বসে- চিনি না- না
প্রণয়ের সমস্ত অস্তিত্ব শৈশবের ভবনা
রাত ভোর জলসিঁড়ির গান শুনি
ফুরিয়ে আসতে চাই নৈঃশব্দে গুটিগুটি
নাককাটা নিঃশ্বাস- তবুও জলসিঁড়ির গান শুনি ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “জলসিঁড়ির গান

  1. বেশ সুন্দর লিখেন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।