জলসিঁড়ির গান
বল দেখি- কি বলবো অহংকার
না নিয়মতান্ত্রিকের কষাঘাতে অপিরিচিত?
কিংবা ফুরিয়ে গেছে প্রয়োজন!
তবুও মলিন ভাষা টগবগ করে দৃষ্টি
প্রতিটি বর্ণমালার আয়োজন;
কখন জানি বলে বসে- চিনি না- না
প্রণয়ের সমস্ত অস্তিত্ব শৈশবের ভবনা
রাত ভোর জলসিঁড়ির গান শুনি
ফুরিয়ে আসতে চাই নৈঃশব্দে গুটিগুটি
নাককাটা নিঃশ্বাস- তবুও জলসিঁড়ির গান শুনি ।
বেশ সুন্দর লিখেন প্রিয় বাউল কবি মি. সরকার।
ভাল লাগল কবি