অন্ধকারে ছিলাম অন্ধকারে আছি অন্ধকারে হারিয়ে যাবো।
অন্ধকার আমার কণ্ঠনালীতে,
অন্ধকার আমার শিরায় শিরায়,
অন্ধকার আমার রক্তে।
আমার পূর্বপুরুষ অন্ধকার ভালোবাসতো,
আমি অন্ধকার ভালোবাসি,
আমার উত্তরসূরিও অন্ধকার ভালোবাসবে।
আমি আর চোখ মেলে দেখবো না,
চোখ মেলে দেখতে পারে ক’জন?
আমি আর আলো দেখবো না,
তাই জোনাকিকে বালিশে চেপে রাখি সারারাত-
শ্বাসরোধ করে হত্যা করি বারংবার।
আমি আর সত্য শব্দ উচ্চারণ করবো না,
তাই ছুঁড়ে ফেলি কবিতার খাতা।
.
অন্ধকারে ছিলাম অন্ধকারে আছি অন্ধকারে হারিয়ে যাবো।
আমি চিরস্থায়ী অন্ধকার চাই,
আমি চিরস্থায়ী কৃষ্ণপক্ষ চাই,
আমি চিরস্থায়ী অদ্ভুত আঁধার চাই।
অন্ধকারে ছিলাম অন্ধকারে আছি অন্ধকারে থাকবো চিরকাল।
8 thoughts on “অন্ধকার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ দারুন,,,,,,,,,,,,কবির চা্ওয়া,
ধন্যবাদ, প্রিয় কবি।
কমপ্লিটলি লিখাটিকে আমার পছন্দ হয়েছে। অভিনন্দন রইলো প্রিয় কবি।
শুভকামনা জানবেন, জনাব!
অভিনন্দন কবি অসাধারন লেখার জন্য !
ভালবাসা নিও, নাগরিক কবি!

