শূন্য

শূন্য

এ এক আশ্চর্য সময়যান
প্যাডেলের চাপ ঠিক করে নিতেই কেটে যায় একযুগ
জীবন পথের যাত্রী যারা তারা সাজিয়েছে এই নহবতখানা
এসো জ্যামিতিক হিসেব কষতে বসে যাই
ছায়ার সমান লম্বা ছিল যাদের জীবন তারাই জানে
শাস্ত্রীয় সংগীত শুনেও মানুষ ক্যান পিঁপড়ের মতই পিলপিল করে চলে।
পৃথিবীটা আসলে এক অন্তহীন রূপের খেলা
অধ্যয়নের পাঠশালা রেখে যদি কেউ ভেসে যায় অলীক দিগন্তরে
তবু আমরা তারই অপেক্ষায় থাকি প্রসারিত করে দু’হাত
পিঁপড়ের শোভাযাত্রা ভেঙ্গে গেলে কারও কিচ্ছু যায় আসে না
কারো কারো বুকের ভেতর ঢুকে গেছে বরফ শূন্য হাওয়া।

________________________________________

নভেম্বর ৪ তারিখ, ২০১৬ শুক্রবারের ইত্তেফাক সাহিত্য সাময়িকীতে প্রকাশিত।

4 thoughts on “শূন্য

  1. অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবি। সৃষ্টির প্রকাশ এভাবেই উপলব্ধ হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সৃষ্টির প্রকাশ সত্যিই অনেক আনন্দের। ভালো থাকবেন সতত

মন্তব্য প্রধান বন্ধ আছে।