2018-November-Calendar

ক্যালেন্ডারের খেলা

ক্যালেন্ডারের যেকোনে একটি মাস নিন।
যে কলামে ৪টি তারিখ আছে তা যোগ করে আমাকে যোগফল বলুন, তাহলেই আমি বলে দিতে পারবো কোন সংখ্যা ৪টি আপনি যোগ করেছেন।
এটা বলার জন্য কোন সালের কোন মাসের ক্যালেন্ডার নিয়েছেন তা আমাকে জানানোর দরকার নেই।

ব্যাখ্যাঃ ধরি আপনার তারিখ চারটির যোগফল (৫+১২+১৯+২৬)=৬২

আপনার প্রথম তারিখটি হবে :
(যোগফল – ৪২) ÷ ৪
= (৬২ – ৪২) ÷ ৪
= ২০ ÷ ৪
=

আপনার ২য় তারিখটি হবে :
৫+৭ = ১২

আপনার ৩য় তারিখটি হবে :
১২+৭ = ১৯

আপনার ৪র্থ তারিখটি হবে :
১৯+৭ = ২৬

এবার আপনি চেষ্টা করে দেখুন।

8 thoughts on “ক্যালেন্ডারের খেলা

  1. অর্থ্যাৎ প্রথম তারিখটি বেরুনোর পর শুধু ৭ যোগ করে যাওয়া। যতক্ষণ না ৩১ পেরোয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  2. হোয়াট এ নাইস কম্বিনেশন। এই বার আমার প্রাকটিসের পালা। শুরু করে দিলাম মরুভূমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  3. দারুণ তো ছবি দা !! অনুরোধ করবো এমন এবং সেই যে কড়ায়-গণ্ডায় হিসাব, এই রকম আনকমন পোস্ট দেবেন। ছবি পোস্ট তো থাকবেই। তার পাশাপাশি চলবে। প্লিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার কাছে এগুলির পর্যাপ্ত স্টক আছে।

      তবে ছবিটাই প্রধান আর সহজ বিষয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।