গত বছর ২০১৭ সালের ৬ই মার্চ এবং এই বছর ২০১৮ সালের ৩ মার্চ ঢাকার মিরপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে গিয়ে গামারি ফুলের অনেক গুলি ছবি তুলেছিলাম।
বেশ কিছুদিন আগে দুটি আলাদা আলাদা টপিকে গামারি ফুলের বেশ কিছু ছবি শেয়ার করেছি আমি। আজ আরো কিছু গামি ফুলের ছবি দিচ্ছি।
ফুলের নাম : গামারি
অন্যান্য নাম : গামার, গাম্বার, সুভদ্রা, কৃষ্ণবৃন্তা, শ্রীপর্ণী, কম্ভারী, গোপভদ্রা, মধুমতি, সুফলা, মেদেনী, কাশ্মরী, ভ্রমরপ্রিয়া ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Chandahar Tree, Cashmere Tree, Comb Teak, White Teak ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Gmelina arborea
ফুলের ছবি তো সুন্দরই হবার কথা। তবে গামারি ফুল কোথাও দেখেছি কিনা মনে করতে পারছি না। ছবির লোগো বা সিগনেচার এ দেখছি নতুনত্ব এনেছেন দস্যু ভাই।
ফুলের সময় গাছটি সামনে পরলে না দেখে উপায় নেই। গাছের নিচে প্রচুর ফুল পরে থাকে। কাঠ বিরালি, ফোমর, মৌমাছি, টিয়ার আনাগোন থাকে দেখার মত। তাছাড়া গাছটির সব পাতা ঝরে গিয়ে ফুলে ফুলে হলুদ হয়ে থাকে ছাড়া ছাড়া ভাবে।
মাঝে কিছু দিন সিগনেচারর লেখাটা এমন ভিন্ন ছিল।
আপনাকে ফুলবিষয়ক বা গবেষক বললে মনে হয় আমার ভুল হবে নিশ্চয়? সত্যি অসাধারণ!
জ্বী দাদা ভুল হবে। আমি এর ধারে-কাছেও না।
শুধু ভাললাগা থেকে এই কাজ, আর কিছু না।
* সব ছবিই সুন্দর…
ধন্যবাদ মন্তব্যের জন্য।
গাম্বার, গামার, গামারি, যোগিনীচক্কর, রেমিনিবাং (মার), রেমিনিবা (মার), গামারিগুলো (চাক), গামারি (ত্রিপু), গাম্ভার (গারো), বোলকোবাক (গারো), রামাইন (মগ)।
কতো কতো নাম। গামারির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ছবি দা।
জ্বী, আমাদের বাংলা ভাষার এবং এই অঞ্চলের অন্যান্য ভাষায় প্রায় প্রতিটি ফুলেরই অনেকগুলি করে নাম রয়েছে।
:yes: :yes:
ওয়াও মরুভূমি ভাই। দারুণ।