ছয় রিপুর কুমন্ত্রণায় মানব করলে জীবন পার,
দারাপুত্র পরিবার সকল ভাবলে আপনার।
আপন আপন করে তুমি করলে কত ই না অসৎ কাজ,
শয়তানের প্ররোচনায় তুমি সাজলে নানান সাজ।
পরপারের কড়ির তুমি, ধারলে নাকো ধার।
দুনিয়ারে ভাবলে তুমি একমাত্র আপন আধার।
হইলে মরন, ভাবোরে মন তখন কি হবে?
মাটির ঘরে থুইবে তোরে কেউ কি সাথে রবে?
চল্লিশ কদম হাটলে পরে,ফেরেশতা আসবে গোরে।
দীন কি তোমার ? মাবুদ কেবা ? জিজ্ঞাসা করিবে।
ভাবোরে মন সেই ক্ষণে তোমার উত্তর কি হবে?
কবরের আজাব হতে তোমায় কে রক্ষা করিবে?
সময় থাকতে ডাকোরে মন, আল্লাহ ,আল্লাহ বলে।
আল্লাহ আমার দয়ার সাগর, মুক্তি মেলে আল্লাহ রসুলে।
সময় থাকতে ডাকোরে মন, আল্লাহ ,আল্লাহ বলে।
আল্লাহ আমার দয়ার সাগর, মুক্তি মেলে আল্লাহ রসুলে।
পরম করুণাময় আল্লাহতাআলা আমাদের যেন সঠিক পথ দেখান। আমীন।
প্রিয় বড় ভাই আপনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করছি।
ভালো থাকুন সবসময়।
শুভ নববর্ষ।
ছয় রিপুর কুমন্ত্রণাকে নিশ্চিত জয় করতে হবে। শুভেচ্ছা নেবেন কবি।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ।
আমলনামাই হবে আমাদের একমাত্র সহায়।
মন্তব্যে ভালো লাগা আপু।
শুভকামনা জানবেন।
সময় থাকতে ডাকোরে মন, আল্লাহ ,আল্লাহ বলে।
আল্লাহ আমার দয়ার সাগর, মুক্তি মেলে আল্লাহ রসুলে।
শুভসন্ধ্যা প্রিয় কবি।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন প্রিয় কবিদি।