চাঁদ ডুবেছে সেই কারণে,
খুকীর হলো মান।
খোকা দেখো দিনের আলোয়,
গাইছে সুখের গান।
রাত নিশিথে ফুল ঝরেছে,
গন্ধ গেছে টুটে।
ফের ঠিকই দিনের আলোয়,
নতুন ফুলেরা ফোটে।
খেয়াল এমনই, খুশী এমনই,
হরেক গল্প বলা।
ভাঙাগড়ার মধ্যে দিয়ে ই
প্রকৃতির ছুটে চলা।
চাঁদ ডুবেছে সেই কারণে,
খুকীর হলো মান।
খোকা দেখো দিনের আলোয়,
গাইছে সুখের গান।
রাত নিশিথে ফুল ঝরেছে,
গন্ধ গেছে টুটে।
ফের ঠিকই দিনের আলোয়,
নতুন ফুলেরা ফোটে।
খেয়াল এমনই, খুশী এমনই,
হরেক গল্প বলা।
ভাঙাগড়ার মধ্যে দিয়ে ই
প্রকৃতির ছুটে চলা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দিনের একমাত্র প্রকাশিত লিখাটি পড়লাম। হোক একটি লিখা সেটা যদি হয় মন ভালো করে দেয়ার মতো; তাহলে তো কথাই নেই। অভিনন্দন মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা।
মন্তব্যে কৃতজ্ঞতা মুরুব্বী্। কেমন আছেন ?
ভালো থাকুন সবসময়।
আমি আগের চেয়ে খানিকটা ভালো আছি মি. ইসিয়াক। ধন্যবাদ।
দারুণ এক অনুভুতি ,বেশ মনে লাগলো ।
ছন্দময় ছড়া কাব্য। সুন্দর উপস্থাপনা।
শুভেচ্ছা রইলো। জয়গুরু!
শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদা।
শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন ভাইয়া।