আকাশ বোঝে মনের কথা

হাজার মানুষের ভীড়ে,
কেউ কেউ একেবারে একলা একা।
সেই মানুষটির খোঁজ কেউ কি রাখে?
জানতে চায় কি তার মনের খবর?

যার যায় সেই জানে, হারানোর বেদনা।
খুঁজে ফেরে পিছনের দিনগুলি।
প্রিয় মানুষের আলিঙ্গন, সুখ, সোহাগ ও ভালোবাসা।
সেই মানুষটির দুঃখ ভরা জীবনের গল্প
শুধু আকাশ বুঝি মাঝে মাঝে শোনে, বোঝে তাকে।

তাই সে ক্ষণে ক্ষণে হয়তো রং বদলায়
সুখ দুঃখের ভাগী হতে।
তাই আকাশ কখনো রোদ হয়ে হাসে খিল খিল।
বরষা হয়ে ঝরে সমবেদনায় দিন ভর ঝরঝর।

6 thoughts on “আকাশ বোঝে মনের কথা

  1. কবিতার কথা গুলো কম্পেক্টলি অসাধারণ এসেছে। অভিনন্দন কবি মি. ইসিয়াক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. যার যায় সেই জানে, হারানোর বেদনা

    খুঁজে ফিরে পিছনের দিনগুলি……….চমৎকার দুটি লাইন ।

    খুব ভালো লাগলো

  3. অনেক সুন্দর  ব্যঞ্জনা

    শুভকামনা কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।