খোকার ঘুম [শিশুতোষ ছড়া]

রাত্রি হলো ফুল ফুটলো,
চাঁদ জাগে আকাশে।
খোকার চোখে ঘুম নেইকো.
খিলখিলিয়ে হাসে।

খোকার চোখে ঘুম এনে দে,
ওরে সোনার চাঁদ।
তোরে দেখে দেখনা ও চাঁদ,
সে করে আহ্লাদ।

জোছনারে তুই লক্ষী আমার,
রূপের সেরা রাণি।
আয়না এসে বসনা পাশে,
তোকেই আপন জানি।

নদীর পাড়ে ছায়া ফেলে,
মেঘ চলেছে ভেসে।
ওরে মেঘ তুই ও আয়,
বসনা খোকার পাশে।

বাতাস এসে অভিমানে,
গাল ফুলিয়ে কয়।
সবারে ডাকো আমায় তো নয়,
পর কি আপন হয়!

মান করোনা ও বাতাস তুমি,
মান করোনা আর।
আমরা সবাই খোকা বাবুর,
একান্ত আপনার।

এই কথাতে ফুল পাখি সব,
মিষ্টি হেসে হেসে।
নানান সুরে নানান তালে,
গান শুনাতে আসে।

গান শুনে আর জোছনা মেখে,
খোকার চোখে নামে ঘুম।
রাত বাড়লে সব শুনশান,
এলাকা নিঝঝুম্।

5 thoughts on “খোকার ঘুম [শিশুতোষ ছড়া]

  1. সুন্দর এক ছড়া পড়লাম কবি ইসিয়াক দা

  2. শিশুতোষ ছড়ায় গুচ্ছ ভালোবাসা কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালো থাকুন। সুস্থ থাকুন।
      সতর্ক থাকুন সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।