চিচিং ফাঁকের খেলা

ঘরবন্দী জীবন এখন
হলো যে শাঁখের করাত।
একে একে ভান্ড খালি
ফুরালো হাড়ির ভাত।

ক্ষুধার জ্বালায় শিশু কাঁদে
চিন্তায় শিশুর মা।
করোনা প্রকোপে জীবন জটিল
নানান হাঙ্গামা।

হাত পাতবে মধ্যবিত্ত
সে অভ্যাস তো নাই।
বাড় বাড়ন্ত ছুটির ফাঁদে
বেচে থাকাই দায়।

বিত্তশালীর উপদেশ
শুনতে ভারী মজা
বাস্তবতা বড়ই কঠিন
নয়তো সরল সোজা।

স্টে হোম স্টে হোম
চিচিং ফাঁকের খেলা।
বিত্তশালীর সমস্যা নেই
ভুক্তভোগীর জ্বালা।

রাজামশায় সবই জানেন
কি জানে কি বোঝে?
মধ্যবিত্তর নাভিশ্বাস
বাড়ছে সকাল সাঁঝে।

2 thoughts on “চিচিং ফাঁকের খেলা

  1. স্টে হোম স্টে হোম চিচিং ফাঁকের খেলা।
    বিত্তশালীর সমস্যা নেই ভুক্তভোগীর জ্বালা। ___ একজাক্টলি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।