ক্ষুধা

এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা।
পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।

দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।
অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।

রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।
ক্ষুধা জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।

দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।
দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।

#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।

5 thoughts on “ক্ষুধা

  1. শুধু ঈদ বা ঊৎসব নয়; আমাদের যাপিত জীবনের দুঃখ সুখের অংশীদার হোক ছিন্নমূল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভাবা উচিত সবারই……

    1. মানুষ আরো মানবিক হোক এই কামনা রইলো।

    1. ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।