হিংসুটি প্রেমিকা

হৃদয়ে ব্যালকনিতে ফুটেছিলো এক গোলাপ।
সে আবদার করেছিলো, প্রেমিকার সাথে করবে আলাপ।
আমি বলেছিলাম, প্রিয়তমা যদি রাগ করে তখন কি উপায়?
বলল গোলাপ, ফুলকে বাসেনা ভালো এমন মানুষ কি হয়?
গোলাপের কথাতে তো আমি হেসেই মরি।
কতটা জ্ঞানী দেখো আমার গোলাপ সুন্দরী।
সব শুনে প্রিয়ার হলো ভীষণ মুখ ভার।
গাল ফুলে অভিমানে মারাত্মক আকার।
বললাম,
কি হলো কি বলেছি প্রিয়তমা তোমায়?
দোষ যদি করে থাকি প্রায়শ্চিত্তের উপায়?
প্রিয়া বলল,
গোলাপ হলো সুন্দরী, আমি বুঝি অসুন্দর?
থাকো তুমি গোলাপ নিয়ে কাঁটার ভিতর।
মনের কষ্ট মনে নিয়ে গোলাপ গেলো শুকিয়ে।
সীমাহীন দুঃখ নিয়ে আমি রইলাম তাকিয়ে।
এতো কেন হিংসুটে মেয়েগুলো হয়।
আমি বুঝি শুধুই তার আর কারো নয়?

সবাইকে ঈদের শুভেচ্ছা।

8 thoughts on “হিংসুটি প্রেমিকা

  1. আপনার কবিতার সারল্য যে কোন পাঠকের মন ছুঁয়ে যায়। ঈদ মোবারক প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় মুরুব্বী।
      ঈদ মোবারক

  2. ভালো লাগলো আপনার লেখা কবিতা। আগাম পবিত্র ঈদ-উল-আজহা'র প্রীতি ও শুভেচ্ছা রইল দাদা।              

    1. পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় নিতাই বাবু। আপনার প্রতিও রইলো পবিত্র ঈদ-উল-আজহা’র প্রীতি ও শুভেচ্ছা।

  3. জ্বি কবি দা চমৎকার লেখেছেন—–

     

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন–

মন্তব্য প্রধান বন্ধ আছে।