ভাল আছেন বলা কথাটার
স্বাধীনতা করেছেন খর্ব-
কেমন করে আর জানবো
ভাল আছি থাকার গর্ব !!
স্বাধীনতা হায় স্বাধীনতা-
আমার হলো শুধু অগ্নিঝরা দাবানল
সবটুকু ভাল থাকার জানারা-
আজ আর্তনাদ পরেছে পরাধীনতার শিকল;
হায় স্বাধীনতা হায় স্বাধীনতা-
ইচ্ছাঘড়ির স্বপ্নরা খেলা করে
রোজ দক্ষিণা উঠান জুড়ে-
চাঁদের আলোই পরশ ছুঁয়ে যায়
গর্বের মেলায় বিষুবরেখার সুরে-
খর্বের গায়ে শিকল পরা গান গাই!
হায় স্বাধীনতা -হায় স্বাধীনতা !
০৭/০৩/১৭
youtube.com/watch?v=qIMfY7UX4fQ
স্বাধীনতা আমার অহংকার। শৃঙ্খলিত বাঁধনের স্বাধীনতা থেকে মুক্তি চাই।
এমন স্বাধীনতা না যে স্বাধীনতাকে খর্ব করে——-
অনেক শুভেচ্ছা রইল মুরুব্বী দা
অনেক শুভেচ্ছা নিবেন প্রিয় আলমগীর ভাই।
জ্বি আনু দা অনেক শুভেচ্ছা নিবেন————-
হায় স্বাধীনতা -হায় স্বাধীনতা !
শুভেচ্ছা রইল মালেক দা
ইচ্ছাঘড়ির স্বপ্নরা খেলা করে
রোজ দক্ষিণা উঠান জুড়ে-
চাঁদের আলোই পরশ ছুঁয়ে যায়
গর্বের মেলায় বিষুবরেখার সুরে-
খর্বের গায়ে শিকল পরা গান গাই!
* প্রিয় কবি, শুভ কামনা নিরন্তর….
জ্বি দাদা শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ জানাই