কই রিমঝিম না জীবন বীণা

যখনই জীবনখানি বেসুর হয়
কেউ যেন আর রয় না পাশে;
ভয়াল ঝড়ে লণ্ডভণ্ড এ হৃদয়
কঠোর নিয়তি আড়ালে হাসে।

খুঁজি, ঐ গগনে মেঘের খেলা
তখন ওরাও উধাও পলাতক;
হৃদয়ের মাঠে অসুরের মেলা
যদিও ছিলেম বেহালা বাদক।

রাতের গগনে তারাদের খুঁজি
খুঁজি শশীর মুখ, আমি চাতক;
ঘণ্টা বেসুরের, বাজলেই বুঝি
আশপাশে সবি বিশ্বাসঘাতক।

প্রেমের মাধুরী হারায় বাঁশরী
জোনাকিরা আলো জ্বালে না;
শ্রাবণেও যেন, সে খরা ভারী
কই রিমঝিম, না জীবন বীণা।

4 thoughts on “কই রিমঝিম না জীবন বীণা

  1. ছন্দময় এ লেখাটি কবিতার একনিষ্ট পাঠক হিসাবে বেশ ভাল পাইলাম।

  2. দিনের প্রথম লিখা পড়লাম। খুবই সুন্দর। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।