অনুবাদ কবিতা : যখন তুমি বুড়ো

যখন তুমি বুড়ো
অনুবাদ কবিতা : When You Are Old :

হলে যেই পুরাতন ধূসর
নিদ্রায় কাটে সকল অবসর;
স্বপ্ন যত তখন তুলতুলে
বইপাতার মত হেলে দুলে।

নেতিয়ে তনু মন ঝিমায়
পথ অগ্নি লেলিহান শিখায়;
স্বপ্নপথে ধারালো পাথর
স্লথ গতি অন্তে যেন সাগর।

কত ঐ সুখ মধু মুহূর্তে
প্রেমে সিক্ত চোখের ছায়াতে;
কেউ আবার মিছিমিছি
বড় কাছাকাছি দুধের মাছি।

তবে ছিল সে একজন
শোকে ও দূঃখে তারই নয়ন;
যেন চির সঙ্গী তীর্থযাত্রী
ছিল সেতো জীবন জ্যোতি।

প্রেম তার কত অবিচল
স্রোতস্বিনী সুরগান কলকল;
গোপন পর্বত পাহাড়ে
লুকিয়ে গেছে তারার ভিড়ে।

মূল : William Butler Yeats

3 thoughts on “অনুবাদ কবিতা : যখন তুমি বুড়ো

  1. অনুবাদে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif ফ্যান্টাস্টিক প্রিয় কবি। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনুবাদ কবিতা আমার এতোটই ভাল লাগে যে, আমি আনমনা হয়ে যাই। শুভেচ্ছা কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।