বিশ্ব পরিবেশ দিবসে

বিশ্ব পরিবেশ দিবসে

শত কোটি জনতার স্বপ্ন অপার
পরিবেশ দূষণে কি দুর্গতি সবার
জলাশয় নেই, বন বনানীও উজাড়;

মধু স্বপ্ন পাহাড়ে গোটা এ বিশ্ব
তলিয়ে যাচ্ছে সবই, হচ্ছি নিঃস্ব
বায়ুমণ্ডল দিন দিনই হচ্ছে যে উষ্ণ।

ব্যাঙ ছাতার মত দালান কোঠা
নেই ফাঁক নেই বাতাস আলো ছটা
নদী ঝর্ণা ভরা, নেই জোয়ার ভাটা;

এথা হেথা সেমিনার ভাষণ পাঠ
মানুষ নিবে শ্বাস নেই খোলা মাঠ
কর্মসূচী কত নেই অর্থ সব লুটপাট।

এলে দিবস অভিযান বৃক্ষ রোপণ
কি অভিযান তবু ফরমালিন মিশ্রণ
জনতা করে কি, বারোমাসই দহন;

চলো তবে গড়ি সবি মিলেমিশে
রং সবুজে দুলুক এ বাংলা বাতাসে
পাখি রবে ফুটুক ফুল হেসে হেসে।

2 thoughts on “বিশ্ব পরিবেশ দিবসে

  1. "এলে দিবস অভিযান বৃক্ষ রোপণ
    কি অভিযান তবু ফরমালিন মিশ্রণ
    জনতা করে কি, বারোমাসই দহন;" ___ সত্য বলেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনার ছন্দ জ্ঞানের লেখা পড়তে ভাল লাগে কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।