লিমেরিক গুচ্ছ ৪৪

লিমেরিক গুচ্ছ ৪৪

এক।
সে কি দৃশ্য
যখনই ঈদ উৎসব পৌছায় আমাদের দ্বারে
রেল বাস লঞ্চ মানুষের ভিড়ে উপচে পড়ে;
সে কি দৃশ্য, শহরে বন্দরে
ফিরছে সবাই আপন নীড়ে
প্রিয় স্বজনের টানে শত কষ্ট উপেক্ষা করে।

দুই।
না কেউ দিতে পারি
কত গর্বিত, আছে গাড়ি বিশাল সুরম্য বাড়ি
কারো তবে নেই একখানি ঘর না টাকাকড়ি;
হৃদয়ে যে ধন তবে সঞ্চিত
এক সমুদ্র প্রেম মমতা শত
মূল্য তার এতই ভারী, না কেউ দিতে পারি।

2 thoughts on “লিমেরিক গুচ্ছ ৪৪

  1. ” হৃদয়ে যে ধন তবে সঞ্চিত
    এক সমুদ্র প্রেম মমতা শত
    মূল্য তার এতই ভারী, না কেউ দিতে পারি।”

    ___ অসাধারণ ক’টি লাইনে কঠোর বাস্তবতা। শুভেচ্ছা মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।