এক মুঠো রোদ্দুর

এক মুঠো রোদ্দুর

কান পেতে ঐ শুন সময়ের বিলাপ
ইতিহাসের পাতা এখনও যে ভেজা;
স্বপ্ন ভাঙ্গার পর মানুষের প্রলাপ
কেউ করে অনুভব, নয় তত সোজা।
কত রক্তক্ষরণ হয়েছে এ মননে
মানুষ গুমরিয়ে কেঁদেছে অবিরত;
স্বপ্ন ও বাসনা প্রেম যত ছিল মনে
শেষে চুপসে গেছে হয়েছে সে নির্লিপ্ত।

সে তো ইতিহাস যেন নির্বাক পুস্তক
ধরে রাখে সবই হোক সে বীভৎস;
ধরে রাখে সব হোক এক বোঝা শোক
হয়ে প্রজন্মের কাছে অতীত উৎস।
এই শোক বিবর্ধন প্যাঁচ জ্যামিতির
পারবে কি ভাঙ্গতে এক মুঠো রোদ্দুর ?

ছন্দ প্রকরণ:
কখকখ, কখকখ; গঘগঘ ঙঙ
রচনা: ২০১০

1 thought on “এক মুঠো রোদ্দুর

  1. কখনও মেঘ কখনও বৃষ্টি এই নিয়েই আজ দিনের শুরুবাদ।
    শুভেচ্ছা প্রিয় কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।