ভাদ্র-আশ্বিনে মেঘের ডাক
শরৎ ঋতু দু’মাস
ভর দুপুরে কালো মেঘ
বিজলী ভয়ে দিন শেষ।
বজ্র কন্ঠে মেঘের ডাক
বিকম্পিত ঘর শিরে বাজ
বৃষ্টি যখন থেমে গেলো
চারদিক আঁধার হলো।
পাখ-পাখালি নীড়ে ফিরে
জেলে ছুটে নদীর তীরে
টোপর মাথায় রাখাল ছুটে
গোঁধুলী বেলা আলো ফুটে।
বিকট শব্দে ভয় ধরে
সতেরো ভাদ্র বিকাল পড়ে
মুষল ধারে বৃষ্টি হলো
ঘরে অলস দিন গেলো।
সকাল-দুপুর গরম করে
রাত পোহালে শীত পড়ে
ভেসপা গরমে তাল পাকে
ঈদ উৎসব বাংলার ঘরে।
-০-
০১-০৯-১৭ (বাড়িতে)
সকল ঋতুর নিজস্ব বৈশিষ্ট রয়েছে। আমাদের পরম সৌভাগ্য যে …
শুভেচ্ছা এবং ঈদ মোবারক প্রিয় বাসেত ভাই। 
আমাদের ছয়টি ঋতু।