জীবন
ঘুম থেকে সতত জেগে উঠো
সেই কাক ডাকা ভোরে;
সকাল বিকেল, অচেনা পথে
হাঁটো কি দারুণ ভীড়ে।
নির্মম বিষয়ী কত উৎপাতে
হৃদয়খানি তোমার ক্লান্ত;
মন, মগজখানি বড্ড বিধ্বস্ত
তবু কই, হও না ক্ষান্ত।
সারাটা দিন কিসের সন্ধানে
স্বপ্ন কাঁধে চল দিগন্তে;
হাড় ভাঙ্গা শ্রমেও নও ভীত
উদ্যমী একনিষ্ঠ ব্রতে।
হয়ত চকিতেই তোমার হৃদয়
ফুলে উঠবে তুমি হাসবে;
সাধনার ফল পাবেই সে অমৃত
সুধা, ভরা স্নিগ্ধ সৌরভে।
'নির্মম বিষয়ী কত উৎপাতে
হৃদয়খানি তোমার ক্লান্ত;
মন, মগজখানি বড্ড বিধ্বস্ত
তবু কই, হও না ক্ষান্ত।' ___ অসাধারণ বিচক্ষণতা।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মূরুব্বী।