তবু যেন থামতে চায় না

তবু যেন থামতে চায় না

পথ চলতে ঘনিয়ে আসে সন্ধ্যা যখন
তবু যেন থামতে চায় না স্বপ্নের বুনন।

যে পথের, নেই সীমান্ত
ক্যাক্টাসে আক্রান্ত বিক্ষত;
বুকে যার দাহ, দীর্ঘশ্বাস
অন্ধকার আর হাহুতাশ।

বয়স ভার, নুব্জ্য শরীর
আকাশও ফেটে চৌচির
তবুও পথচলা অনিবার
পথেও হিংস্র জানোয়ার।

হোঁচট খাওয়া বারংবার
পথের শেষ, জানা কার;
তবু আশার ঐ মরীচিকা
হেঁচড়ায়, হই রক্ত মাখা।

পথে হাটা একটানা কবে কোল ছেড়ে
রণ, শুধু রণ, অজানা অসীম পথ ধরে।

2 thoughts on “তবু যেন থামতে চায় না

  1. 'যে পথের, নেই সীমান্ত
    ক্যাক্টাসে আক্রান্ত বিক্ষত;
    বুকে যার দাহ, দীর্ঘশ্বাস
    অন্ধকার আর হাহুতাশ।'

    অসাধারণ সব সৃষ্টি আপনার। ভালো লাগে প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।