গবলিনী কবিতা

গবলিনী কবিতা

জোছনার মুখ গবলিনের মত বেঁকে থাকে
হাত নিশপিসে চুরিবিদ্যায়
অন্যের কলম চালিয়ে কবিতার নৈবেদ্য সাজায়
রোদ্দুরে আচার দেবে বলে

কপালটা ফুলতে ফুলতে ক্রমশ:
গাছে গিয়ে আটকে যায়

পাঁজর বেঁকিয়ে পায়ের নূপুর বাঁধতে গিয়ে দেখে
খরগোশে চুরি করে নিয়ে গেছে ।

ফর্ম্যালিনে কলম ভিজিয়ে ন্যাকড়ায় মোছে
ফের কবিতা চুরি করে মুণ্ডছেদের জন্য

6 thoughts on “গবলিনী কবিতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।