বিজয় দিবসে

বিজয় দিবসে

এই দিনে ছিল এক অপূর্ব অর্জন
হলো ফলপ্রসূ মুজিবের সে গর্জন।
পেলাম আমরা একখণ্ড মুক্ত ভূমি
সোনার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।

একাত্তরে নয়টি মাস কি নিদারুণ
মৃত্যুর মুখোমুখি এ দেশের তরুণ
কত সে বীর, নর নারীর আত্মত্যাগ
হারিয়েছে কতো সে মা বুকের সোহাগ।

বিনিময় তার, আজ এ মুক্ত প্রশ্বাস
বাংলার ঘরে ঘরে কতো সে উচ্ছ্বাস।
যে দেশে জন্ম নিলো রবীন্দ্র নজরুল
আজ কেন হেথা এ অন্ধকার প্রতুল!

মনে পড়ে বঙ্গবন্ধুর ঐ সে আহ্বান
কানে বাজে বাংলা বেতারের সুরতান।
আজ যে জঞ্জাল বসেছে আসর পেতে
প্রতি কোণে অলিতে গলিতে রাজপথে;

কবে যে পৌঁছবে একই রবি কিরণ
ভরবে আলোয় এ জীবন মনন।

2 thoughts on “বিজয় দিবসে

  1. 'মনে পড়ে বঙ্গবন্ধুর ঐ সে আহ্বান
    কানে বাজে বাংলা বেতারের সুরতান।
    আজ যে জঞ্জাল বসেছে আসর পেতে
    প্রতি কোণে অলিতে গলিতে রাজপথে।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।